এক নজরে

দুর্গাপুরে রক্তদান

By admin

June 09, 2021

কলকাতা ব্যূরো: ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৫৪ তম বার্ষিকী উপলক্ষে দূ্র্গাপুরে অনুষ্ঠিত হলো মোবাইল বাসে দুটি ম্যারাথন রক্তদান শিবির। দূ্র্গাপুরের এম এ এম সির সিডি টাইপ এলাকায় রেড ভলেন্টিয়ার্স ও ভারতের গনত্রন্তিক যুব ফেডারেশনের দূ্র্গাপুর পূর্ব ৩নং লোকল কমিটির ৬ জন যুবতী সহ ২১জন রক্তদান করেন ।সিটি সেন্টার কমার্সিয়াল স্টেটে অন্য আরেকটি শিবিরে ৫ জন যুবতীসহ ২১জন রক্তদান করেন । দূ্র্গাপুর ব্লাড ডোনার্স ফোরামের সহষোগিতায় এই দুটি শিবিরে রক্ত সংগ্রহ করেন দূ্র্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের কর্মীরা।