কলকাতা ব্যূরো: ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৫৪ তম বার্ষিকী উপলক্ষে দূ্র্গাপুরে অনুষ্ঠিত হলো মোবাইল বাসে দুটি ম্যারাথন রক্তদান শিবির। দূ্র্গাপুরের এম এ এম সির সিডি টাইপ এলাকায় রেড ভলেন্টিয়ার্স ও ভারতের গনত্রন্তিক যুব ফেডারেশনের দূ্র্গাপুর পূর্ব ৩নং লোকল কমিটির ৬ জন যুবতী সহ ২১জন রক্তদান করেন ।
সিটি সেন্টার কমার্সিয়াল স্টেটে অন্য আরেকটি শিবিরে ৫ জন যুবতীসহ ২১জন রক্তদান করেন । দূ্র্গাপুর ব্লাড ডোনার্স ফোরামের সহষোগিতায় এই দুটি শিবিরে রক্ত সংগ্রহ করেন দূ্র্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের কর্মীরা।
Previous Articleমহাবীর জৈনের স্মৃতিধন্য বারাবনির পুঁচড়া আজও অবহেলিত
Next Article রেলে এক গুচ্ছ স্মার্ট পরিষেবা জুলাই থেকে