কলকাতা ব্যুরো: রবিবার বামপন্থী ছাত্র সাগঠন এসএফআই এবং যুব সংগঠন ডি ওয়াই এফ আই-র উদ্যোগে আয়োজিত হলো এক রক্তদান শিবির। রাজপুর সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড কমিটির ছাত্র-যুবদের উদ্যোগে তা পালিত হয় রাজপুর সাধারণ সাম্মিলনী ক্লাবে।

জানা গিয়েছে, বেলা দুটো পর্যন্ত রক্ত দিয়েছেন অন্তত ৭০ জন। এখনো চলছে ওই শিবির। দুপুরে সেখানে উপস্থিত থাকার কথা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধি মেনেই চলছে কর্মসূচিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দও।

Share.
Leave A Reply

Exit mobile version