কলকাতা ব্যুরো পাকিস্তানের পেশোয়ারে টাইমার ডিভাইস ব্যবহার করে মাদ্রাসায় বিস্ফোরণ ঘটাল দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ৭০ জন। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, পেশোয়ারে জামিয়া মসজিদের বিল্ডিং এর একটি মাদ্রাসায় এক মৌলভী মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ ইসলাম শিক্ষার উপরে ভাষণ দিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যে আচমকাই সেখানে বিস্ফোরণ ঘটে যায়। দ্রুত লোকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

পুলিশের একটি সূত্রের দাবি, অজ্ঞাত পরিচয় কিছু লোক প্লাস্টিকের ব্যাগে বিস্ফোরক ভরে মসজিদে রেখে গিয়েছিল। তবে কারা, কবে তা করেছে সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ। এ দিন সকালেই সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে। অন্তত পাঁচ – ছ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে মনে করছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version