এক নজরে

Car Blast Maldah: প্রসূতিকে নিয়ে হাসপাতাল যাওয়ার পথে গাড়িতে আগুন

By admin

January 30, 2022

কলকাতা ব্যুরো: প্রসূতিকে নিয়ে হাসপাতাল যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার কবলে গাড়ি। জাতীয় সড়কের (NH ৩৪) উপর গাড়ির ব্যাটারি বিস্ফোরণের জেরে পুড়ে ছাই গাড়িটি। বিপদ টের পেয়েই কোনওক্রমে প্রসূতিকে গাড়ি থেকে নামিয়ে নেন অন্যান্য যাত্রীরা। প্রাণে বেঁচে যান সবাই। রবিবার মালদহের রথবাড়ি মোড়ের দুর্ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, রবিবার গাজোল থেকে আত্মীয়াকে ডাক্তার দেখাতে নিয়ে আসছিলেন অজয় দাস। গাড়িতে ছিলেন আত্মীয়রাও। মালদহের হাসপাতালে প্রসবের কথা ছিল। তবে হাসপাতালে পৌঁছনোর আধঘণ্টা আগেই গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। ব্যাটারি বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। আর বিপদ টের পেতেই প্রসূতি মহিলাকে গাড়ি থেকে কোনওক্রমে নামিয়ে নেওয়া হয়।

অজয়বাবু বলেন, এদিন রথবাড়ি এলাকায় আসতেই দেখি গাড়ি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। গাড়ি দাঁড় করিয়ে ইঞ্জিন কভার খোলার চেষ্টা করলাম। কিন্তু খুলতে পারিনি। এরই মধ্যে পুরো গাড়িতে আগুন ধরে যায়। কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না। গাড়িতে আমরা চারজন ছিলাম। কোনও ক্ষতি হয়নি। তবে গাড়ি পুড়ে গিয়েছে।

জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, দমকল। যদিও তার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির ব্যাটারি গরম হয়ে যাওয়ার ফলে তা ফেটে গিয়েই এত বড় অগ্নিকাণ্ড। তাঁরাই জানান যে গাড়িতে একজন প্রসূতি ছিলেন। আগুন লাগতেই একটি টোটো ডেকে যাত্রীরা তাঁকে নামিয়ে নিয়ে হাসপাতাল চলে যান।

দমকল আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে দেখি গাড়িটি জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে। এই ঘটনায় কেউ জখম হননি। প্রাথমিকভাবে মনে হচ্ছে ব্যাটারির সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।