কলকাতা ব্যুরো: মঙ্গলবার সকালে প্রবল বিস্ফোরণে বেলেঘাটার একটি ক্লাবের তিনতলার ছাদ উড়ে গেলো। সকাল সাড়ে ছয়টা নাগাদ বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে। গান্ধী ভবনের পাশে একটি ক্লাবের তিনতলার ছাদ উড়ে যায় ওই ঘটনায়। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। তবে কিভাবে ওই বিস্ফোরণটি ঘটলো খাটিয়ে দেখছে পুলিশ। শুধুমাত্র ওই বাড়িটি নয়, বিস্ফোরণের ফলে ছির ধরেছে আশেপাশের আরো কয়েকটি বাড়িতেও।