এক নজরে

মালদার সুজাপুরে কারখানায় বিস্ফোরণ, মৃত্যুর আশঙ্কা কয়েকজনের

By admin

November 19, 2020

কলকাতা ব্যুরো: মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ। বৃহস্পতিবার সকালে মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে অন্তত বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। গুরুতর জখম অবস্থায় আটজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিসের থেকে এই বিস্ফোরণ তা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ। তবে প্লাস্টিক কারখানায় যে মেশিন চলছিল তাতেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানাচ্ছেন স্থানীয়রা।এদিন কারখানার শ্রমিকরা ওই কারখানায় পুরনো প্লাস্টিক রিসাইক্লিং করছিলেন মেশিনে। সে সময় বিস্ফোরণটি ঘটে। ফলে যারা জখম তাদের প্রত্যেকেই ওই কারখানার শ্রমিক বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিলো যে গোটা এলাকা কেঁপে ওঠে। বেশকিছু বাড়ির জানালার কাচ ভেঙে যায়।