এক নজরে

করোনার পরে ব্ল্যাক ফাঙ্গাস

By admin

May 21, 2021

মৈনাক শর্মা

করোনা মোকাবিলায় উত্তীর্ণ হওয়ার রোগীদের ক্ষেত্রে ক্রমশ বাড়ছে চর্মরোগের সমস্যা। চিকিৎসা জগতে নতুন এই সমস্যার নাম Mucormycosis বা সহজ নাম ব্ল্যাক ফাঙ্গাস। করোনা সেরে ওঠার পরই রাজ্যের বিভিন্ন সাস্থ্য কেন্দ্রে ও হাসপাতালে লক্ষ্য করা গেছে এই রোগ। যা বাড়তে থাকা র ফলেই সম্প্রতি নজর কেড়েছে কেন্দ্র সাস্থ্য মন্ত্রকের।

কী এই রোগ?

Mucormycosis এক বিরল ধরনের ফাঙ্গাল সংক্রমণ। মূলত এই একটি চর্মরোগ যা দেখতে পাওয়া যাচ্ছে করোনা ভাইরাস থেকে সেরে ওঠা রোগীদের মধ্যে। রোগীর চোঁখের নিচের বা চোয়ালে র অংশে লক্ষ্য করা যাচ্ছে। যা প্রভাবিত করে ফুসফুস, ব্রেইন কে। বর্তমানে এই ফাঙ্গাল সংক্রমণ কেও মহামারী ঘোষনা করে কেন্দ্রে সাস্থ্য মন্ত্রকের তরফে।

কাদের হতে পারে এই রোগ?

Mucormycosis বা ব্ল্যাক ফাঙ্গাস প্রধানত ক্ষতি করবে ফুসফুসে জটিল সমস্যায় থাকা ব্যাক্তি দের। তাছাড়াও এই রোগ প্রভাব ফেলবে সুগার, ক্যান্সার ও অর্গান transplant রোগীদের। কিন্তূ বর্তমানে দেখা গেছে করোনা আক্রান্ত রোগীরও এই ফাঙ্গাল ইনফেকশন হতে। কোভিদ সেরে যাওয়ার পড়ে দুর্বল ফুসফুসের কারনই হচ্ছে এই ফাঙ্গাল সংক্রমণ মত চিকিৎসকদের।

লক্ষণ কি ?

মাথা ব্যাথা, চোখে বা নাকের চারপাশে লালচে ভাব , জর ভাব । অত্যাধিক কাশী , বমি ভাব হতে পারে এর কারণ। দাঁত ব্যথা বা দাঁত আলগা হওয়া , একপেশে মুখের ব্যথা বা ফোলাভাব , নাকের চারপাশে কালচে দাগ , রক্তনালীতে রক্ত জমাট বাঁধা, বুকে ব্যাথা , ত্বকের ক্ষত হলেই দেরী না করে অবশ্যই যোগাযোগ করতে হবে চিকিৎসকদের সঙ্গে।

কি ভাবে এড়ানো যাবে এই সংক্রমণ?

চিকিৎসকদের মতে ধুলাবালি এলাকায় মাস্ক ব্যবহার করতে হবে। তাছাড়া ফুল হাতা শার্ট , হাতে গ্লাভস ব্যাবহার করতে হবে। করোনা থেকে সেরে ওঠা রোগীদের বারে বারে রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করতে হবে। সুগারের মাত্রা ঠিক রাখতে হবে ডায়াবেটিস রোগীদের । ডাক্তার পরামর্শে ছাড়তে হবে ইমিউনোমোডুলেশন ও hydrate adequately ওষুধ ব্যবহার।

ব্ল্যাক ফাঙ্গাস হলে কিছু ক্ষেত্রে Surgery র প্রয়োজন হয়। আল্প মাত্রায় হলে অ্যান্টিফাঙ্গাল Amphotericin B ডোজ ( ৩ থেকে ৪ mg প্রতি শরীরের ওজনে) প্রয়োগে সম্পুর্ণ সারতে পারে এই রোগ।