এক নজরে

#BJPprotests: আচার্য ভবনের সামনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ

By admin

May 20, 2022

কলকাতা ব্যুরো: এসএসসির দূর্নীতির প্রতিবাদে শুক্রবার আচার্য ভবন অভিযানের ডাক বিজেপির যুব মোর্চার। শুক্রবার সল্টলেক করুণাময়ী-সহ বিভিন্ন জায়গায় বিজেপির যুব মোর্চা কর্মীদের জমায়েত শুরু হওয়ার আগেই ধরপাকড় শুরু করে পুলিস। বিজেপির যুব মোর্চার সঙ্গে পুলিসের ধস্তাধস্তিও হয়। এখনও পর্যন্ত বেশ কয়েকজন বিজেপি যুব মোর্চার কর্মীকে আটক করেছে পুলিস।

শুক্রবার সকাল থেকেই আচার্য ভবনের আশপাশে পুলিসি ব্যবস্থা ছিল দেখার মতো। এমনিতেই আদালতের নির্দেশে আচার্য ভবন বুধবার মাঝরাত থেকেই সিআরপিএফের দখলে। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগেই এসএফআই-ডিওয়াইএফ কর্মীদের সঙ্গে পুলিসের গোলমাল বাঁধে। মিছিল শুরুর আগেই বাম ছাত্র যুবদের জোর করে তুলে নিয়ে যায় পুলিস। শুক্রবার বিভিন্ন জায়গা থেকে বিজেপির যুব কর্মীরা এসএসসি দফতরে বিক্ষোভ দেখানোর জন্য বিধাননগরে জড়ো হন। পুলিস অনেককেই সেখান থেকে তুলে নিয়ে যায়। কর্মীদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তিও হয়।

এদিনই নিয়োগ দুর্নীতির মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকী, ৪১ মাসের বেতনও তাঁকে দুই কিস্তিতে ফিরিয়ে দিতে বলা হয়েছে। এখানেই শেষ নয়, অঙ্কিতা যাতে শিক্ষক হিসেবে আর পরিচয় না দেন, তাও নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে।

একইসঙ্গে এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদনও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বে়ঞ্চ পার্থর সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছিল বুধবার। তাকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার এবং আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে যান পার্থ। তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।