কলকাতা ব্যুরো: আসন্ন পুর নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, এই কথা জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখল বঙ্গ বিজেপি ৷ পুরনির্বাচনে ভয়ের পরিবেশ দূর করতে এবং মানুষ যেন আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দিতে পারে, তাই কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী চায় গেরুয়া শিবির ৷
রাজ্য বিজেপি চিঠিতে লিখেছে, আমাদের প্রার্থীদের অতীতে ভয় দেখানো হয়েছে ৷ ফোনে এবং সামনাসামনি জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে ৷ আর এই সব অভিযোগে স্থানীয় পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে থেকে গিয়েছে ৷ বেশির ভাগ ক্ষেত্রেই তারা অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ ৷ এর সঙ্গে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, আমাদের প্রার্থীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না ৷ ব্যানার, পতাকা, দেওয়াল লিখনে বাধা দিচ্ছে ৷ এখানেও ফের স্থানীয় পুলিশ কোনও সাহায্য করতে রাজি হয়নি ৷ বহু ঘটনায় এটা পরিষ্কার যে তারা শাসক দলের সমর্থক ৷
চিঠিতে সাঁইথিয়া পুরনিগমের উল্লেখ করে বিজেপি জানিয়েছে, সেখানে স্থানীয় পুলিশ জনসাধারণকে ফোন করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে বলছে এবং কেউ যেন বিজেপি প্রার্থীকে সমর্থন না করে ৷ পদ্মশিবিরের পক্ষ থেকে লেখা হয়েছে, ভয় ভীতি দূর করতে আমরা আবারও রাজ্য নির্বাচন কমিশনকে সিএপিএফ মোতায়েন করতে বলছি ৷
এ প্রসঙ্গে বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতার অপব্যবহার করছে ৷ বিশেষ একটি সম্প্রদায়ের গুন্ডাদের নিয়ে দল তৈরি করেছে ৷ কিন্তু আমরা এই নির্বাচন লড়তে প্রস্তুত ৷ রাজ্য নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের একটা শাখা সংগঠন ৷
পুর নির্বাচন হওয়ার কথা ছিল ২২ জানুয়ারি। আদালতের নির্দেশে তা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷