এক নজরে

#SubhenduAdhikari: শুভেন্দুকে সরানোর দাবি উঠলো দলের অভ্যন্তরেই

By admin

March 02, 2022

কলকাতা ব্যুরো: রাজ্যজুড়ে পুরভোটে বিজেপির পরাজয়ের পর দলে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠল। বিরাট হম্বিতম্বির পরেও শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপি একটি পুরসভাতেও দাঁত ফোটাতে না পারায় ফের মাথাচাড়া দিয়েছে দলেরই একাংশ। সেভ বেঙ্গল বিজেপি নামে এদিনই এক টুইটে শুভেন্দু অধিকারীকে অবিলম্বে সরানোর দাবি উঠেছে।

দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ অমিত শাহ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও বঙ্গ বিজেপিকে রক্ষা করার আর্জি জানিয়েছে শুভেন্দু-বিদ্রোহীরা। এর মূল কারণ, ভোটের ফলপ্রকাশের কিছু সময় পরেই বিজেপির লজ্জাজনক পরাজয়ের ছবিটা স্পষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, শুভেন্দুর খাসতালুক কাঁথিতে পরাজিত বিজেপি। অধিকারী পরিবারের ওয়ার্ডেও বিজেপি প্রার্থী হেরেছেন। সব মিলিয়ে রাজ্যের বিরোধী দলনেতার তালুর মতো চেনা এলাকায় পর্যুদস্ত হয়েছে গেরুয়া শিবির।

শুভেন্দু বিদ্রোহীদের অভিযোগ, দুজন সাংসদ, একজন বিধায়ককে নিয়ে সদর্পে ঘুরে বেড়ান তিনি। তাঁর সঙ্গে সর্বক্ষণ থাকে জনা পঞ্চাশ নিরাপত্তারক্ষী। জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় তাঁকে। তারপরেও দলকে জেতাতে ব্যর্থ এই নেতা। অথচ এভাবে দলের একের পর এক মুখ পোড়ানোর পরেও অমিত মালব্য, রাজ্য সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীরা শুভেন্দু অধিকারীকেই এখনও নেতৃত্বের মুখ হিসেবে তুলে ধরছেন কোন লজ্জায়? সেকারণে বাংলায় বিজেপিকে বাঁচাতে দিল্লির নেতৃত্বের কাছে আর্জি জানিয়েছেন তাঁরা।
রাজনৈতির পর্যবেক্ষকদের মতে, ব্যক্তিস্বার্থ রক্ষায় তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা মন থেকে মেনে নিতে পারেননি বহু পুরনো বিজেপি কর্মী। তার উপর সদ্য দলে ঢোকার পরপরই দলবদলু এই নেতাকে পদ ও ক্ষমতা দেওয়ায় ঘরের ভিতরেই আগুন জ্বলে ওঠে। দিলীপ ঘোষের নেতৃত্বে এ রাজ্যে বিজেপি যে সাফল্যের মুখ দেখেছিল, তাতে কালি ঢেলে দিয়ে দলকে তলানিতে নিয়ে পৌঁছেছেন এই নেতা।

এছাড়াও বারবার বিভিন্ন ভাষণে লম্বা চওড়া কথা বলার পরেও তৃণমূল বিরোধী স্রোত বজায় রাখতে পারেননি। সেকারণেই আজ অধিকারী গড়ের দেওয়াল খসে পড়েছে কাঁথিতে। শুভেন্দু বিক্ষুব্ধরা ঠারেঠোরে বোঝাতে চাইছেন, যে নেতা নিজের এলাকাই ধরে রাখতে ব্যর্থ, তিনি কীভাবে রাজ্যে দলকে ধরে রাখবেন। অতএব অবিলম্বে তাঁকে সরানো হোক। বাইরে থেকে আমদানি করা নেতা দিয়ে দল চলতে পারে না।