কলকাতা ব্যুরো: দলীয় বিধায়কদের আনা মুলতবি প্রস্তাব গৃহীত না হওয়ায় বুধবার বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করলো বিজেপি৷ নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা ৷ তবে পূর্ব ঘোষণার একদিন আগেই (বুধবার) শেষ হয়ে গেলো বিধানসভার অধিবেশন।
এদিন ওয়াকআউটের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে মদের দাম কেন কমানো হলো? পেট্রোল-ডিজেলের উপর থেকে রাজ্য কর কমাক ও বেকারত্ব ইস্যুতে এদিন তিনটি মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়করা কিন্তু একটি প্রস্তাবও এদিন গৃহীত হয়নি, এরই প্রতিবাদে এদিন তাঁরা ওয়াক আউট করেন৷
শুভেন্দু আরও অভিযোগ করেন, তাঁরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিধানসভায় আলোচনা চান কিন্তু রাজ্যের শাসক দল তা করতে দিচ্ছে না। শুভেন্দুর কথায়, কথায় কথায় সংখ্যা গরিষ্ঠ বিধায়ক সঙ্গে থাকার জোর দেখাচ্ছে সরকার ৷
শুভেন্দু অধিকারী বলেন, বাংলার মানুষের স্বার্থে তাঁরা আলোচনা চান কিন্তু রাজ্য সরকার জনস্বার্থের কথা না ভেবে বিরোধীদের কণ্ঠরোধ করছে। এছাড়াও এদিন উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে পেট্র্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যকে বিঁধেছেন শুভেন্দু ৷ তিনি বলেন, রাজ্যের উচিত যোগীজির দেখানো পথে হেঁটে পেট্রোল, ডিজেলের উপর থেকে ১২ টাকা করে সেস কমানো ৷
রাজ্য কেন মদের দাম ৩০ শতাংশ কমিয়ে দিল সেই প্রশ্নও তুলেছে বিজেপি। পাশাপাশি বেকারত্ব ইস্যুতে বলতে গিয়ে শুভেন্দু এদিন বলেন, রাজ্যে বেকারের সংখ্যা প্রায় ২ কোটি। এসএসসি-সহ সমস্ত শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ নিয়ে তাঁরা মুলতুবি প্রস্তাব আনবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা ৷