এক নজরে

বিজেপিতে ধুন্ধুমার বর্ধমান-আসানসোলে

By admin

January 21, 2021

কলকাতা ব্যুরো: কয়েক বছর আগে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠতো, এখন সেই হাওয়া লেগে গেল বিজেপিতে। রাজ্যে বিজেপির প্রভাব বাড়তে শুরু করলেও, আসানসোলে এখন যথেষ্ট শক্তপোক্ত বিজেপি। আর সেখানেই নতুনদের সঙ্গে এবং পুরনোদের সংঘাত বিজেপির কর্মীসভায়। এরই মধ্যে একই কারণে প্রবল গোলমাল বর্ধমানে বিজেপি অফিসে। ইট বৃষ্টির সঙ্গেই গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো রাস্তায়। ইটের ঘায়ে জখম হলেন চিত্র সাংবাদিক থেকে পথচারী।

আসানসোলের বিজেপির জেলা কার্য্যলয়ে কুলটি ও বারাবনির কর্মীসভা হঠাৎ বাগবিতান্ডায় উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের থেকে আসা লোকেদের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে, এই অভিযোগে বিশৃঙ্খলা শুরু হয়। সাংসদ বাবুল সুপ্রিয় ও জেলা সভাপতি লক্ষণ ঘরুইয়ের সামনেই চলে হই হুল্লোড়। দলে নবাগতদের লক্ষণ ঘরুই বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বিজেপির এই কর্মীসভা। জেলা সভাপতি লক্ষণ জানান, দল বড় হলে এগুলো হওয়াই স্বাভাবিক l বাবুল বলেন, একজন আরেক জনকে চুপ করাতেই সভায় একটু হল্লা হয়েছে মাত্র।