এক নজরে

বিজেপির তর্পণ কর্মসূচিতে ‘না’ পুলিশের

By admin

September 16, 2020

কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) বৃহস্পতিবার ভোরে বাগবাজার ঘাটে বিজেপির তর্পণ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বেশি লোকের ভিড়ের ভয় ওই তর্পণ কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। যে মঞ্চ কর্মসূচির জন্য বাধা হয়েছিল, তাও মঙ্গলবার খুলিয়ে দেয় পুলিশ। তাকে কেন্দ্র করেই বুধবার সকাল থেকে থমথমে বাগবাজার ঘাট এলাকা। পুলিশের দাবি, যথেষ্ট সতর্ক তা না নিয়ে এবার গঙ্গায় তর্পণ জন্যে নাম তে দেওয়া হবে না পুণ্যার্থীদের। কিন্তু বাগবাজার ঘাটে এই অবস্থায় বিশাল ভিড় করলে তা সোশ্যাল ডিসটেন্স মানার পরিপন্থী হবে। তাই অনুমতি দেওয়া হয়নি।

যদিও সকাল থেকেই তার বিরোধিতায় বাগবাজার ঘাটে জড়ো হচ্ছেন বি জে পির সমর্থক ও নেতারা। বিশাল পুলিশবাহিনীও জমায়েত করা হয়েছে বাগবাজার ঘাটে।