এক নজরে

#AssemblyElectionResult: ৪ রাজ্যে গেরুয়া ঝড়, কলকাতায় শুরু সেলিব্রেশন

By admin

March 10, 2022

কলকাতা ব্যুরো: একাধিক রাজ্যে সরকার গঠনের পথে বিজেপি। উত্তর প্রদেশ, মণিপুর, গোয়া, উত্তরাখন্ড দিকে দিকে শুরু হয়েছে জয় উদযাপন। গেরুয়া আবিরে ছেয়ে গেছে চারদিক। মিষ্টি মুখ, ঢাক-ঢোল বাজিয়ে শুরু দেদার সেলিব্রেশন। আঁচ পড়েছে শহর কলকাতাতেও।

২৪-এর সেমিফাইনালে পঞ্জাব বাদে বাকি চার রাজ্যেই একক বৃহত্তম দল বিজেপি। বৃহস্পতিবার ভোটের ফলাফল একটু পরিষ্কার হতেই আনন্দের বাঁধ ভাঙলো কলকাতার বিজেপি অফিসে। গেরুয়া রাজভোগ দিয়ে চললো মিষ্টি মুখের পালা। উড়লো গেরুয়া আবিরও। পাশাপাশি এদিন কলকাতায় বিজেপির অফিসে নারায়ণ চট্টোপাধ্যায়ের উদ্যোগে নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের নাম লেখা সন্দেশ বিলি করা হয়। চলে লাড্ডু বিলিও। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও মিষ্টি মুখ করানো হয়।  

এছাড়াও এদিন বিধানসভার বাইরের রাস্তায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও নেত্রী অগ্নিমিত্রা পল সহ বিজেপি বিধায়করা আনন্দ উদ্দীপনায় মেতে ওঠেন। পথচলতি মানুষকে লাড্ডু খাওয়ান থেকে শুরু করে গেরুয়া আবির নিয়ে উন্মাদনার ছবি ধরা পড়ে। শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা সেমিফাইনাল। তাহলে সেমিফাইনাল হয়ে গেল, হেরেও গেলেন অর্থাৎ ২৪শে মোদী, মোদী। ২৪ শে ৪০০ পার। সেমিফাইনালে হেরে গেলে তো আর ফাইনালে থাকার কথা নয়। আউট! কেন্দ্রীয় বাহিনী যেদিন দাঁড়িয়ে থাকবে, ইলেকশন কমিশন অব ইন্ডিয়া যেদিন ভোট করাবে আমি লিখে দিচ্ছি পশ্চিমবঙ্গ থেকে কম করে মোদীজী ২৫ প্লাস আসন নিয়ে সংসদে যাবেন।

একই সঙ্গে এদিন শুভেন্দু অধিকারী একটি ভিডিয়ো শেয়ার করেন। সেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বারাণসীর প্রচার-ভিডিয়ো। শুভেন্দু লেখেন, মমতাজী আপনি আপনার চেয়ার শক্ত করে বেঁধে নিন। ইউপিতে যে তুফান উঠেছে, খুব তাড়াতাড়ি তা বাংলাতেও পৌঁছে যাবে। আপনি উত্তর প্রদেশ না গেলেই ভাল করতেন। তা হলে হয়ত সমাজবাদী পার্টি আরও কিছু ভোট পেতে পারত। আপনি সাইকেল পানচার করে দিলেন।

তবে এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে বিজেপির জয়কে উদ্ধৃত করে বাংলায় আগামিদিনে বিজেপির উত্থানের কথা বলেন। তিনি রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের প্রসঙ্গে বলেন, এই জয় পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী সমর্থকদের উজ্জীবিত করবে। তাঁদের মনোবল বাড়াবে। সেই মনোবল নিয়ে তাঁরা আগামিদিনে এগিয়ে যাবে। এই চার রাজ্যের ফলাফলে যে গেরুয়া ঝড়, সেই ঝড়ে বাদ থাকবে না পশ্চিমবঙ্গও। আমরা ২০২৪ সালে এইখানে ভালো ফল করব এবং ২০২৬ সালে এইখানে সরকার থেকে তৃণমূল কংগ্রেসকে পদচ্যূত করব।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি এদিন আরও বলেছেন, আমাদের রাজনৈতিক মহলে একটি কথা চালু আছে যে উত্তর প্রদেশের মধ্য দিয়ে দিল্লি যাওয়ার রাস্তা তৈরি হয়। উত্তরপ্রদেশের এই জয় আরও একবার প্রমাণ করল যে ২০২৪ সালে দিল্লির মসনদে নরেন্দ্র মোদী আরও একবার বসছেন। তাঁর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার দিল্লিতে গঠিত হবে।
উত্তর প্রদেশের জয় প্রসঙ্গে সুকান্ত বলেন, টিভি চ্যানেলের বুথ ফেরত সমীক্ষা থেকে আমরা দেখেছিলাম যে আসন সংখ্যা ২০০ এর কাছাকাছি থাকবে। কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে খবর আছে যে ২৬৭ টি আসনে আমরা এগিয়ে এবং জিতে মিলেমিশে রয়েছি। আমার বিশ্বাস আরও ২-৪ টি বাড়বে। আমার আশা ২৭০ হয়ে যাবে।
বিজেপির রাজ্য সভাপতি জানান, এতগুলো আসনে জিতে আমাদের যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসছেন। আমরা এই জয় মানুষকে উৎসর্গ করতে চাই। মোদীজির নেতৃত্বে যে উন্নয়নমূলক কাজ চলছে এবং ভারত উন্নত দেশগুলির দিকে ধীরে ধীরে এগোচ্ছে তার প্রতি গোটা ভারতবর্ষের মানুষের শীলমোহর বলে মনে করছি।