কলকাতা ব্যুরো: খানাকুলে বিজেপি কর্মী খুনের প্রতিবাদে ১২ ঘন্টার বনধ ডাকা হয়েছে এলাকায়।গোটা খানাকুলের দোকান, হাট, বাজার সব বনধ।বিভিন্ন রাস্তায় কোথায় গাছের ডাল আবার কোথাও টায়ার জ্বালিয়ে আটকে দেওয়া হয়েছে গাড়ি চলাচল। তবে রাজ্য সড়কে গাড়ি চলছে। পুরো এলাকা একেবারেই ফাঁকা। রাস্তায় বিশাল সংখ্যায় পুলিশ নামানো হয়েছে।শনিবার স্বাধীনতা দিবসে পতাকা তোলাকে কেন্দ্র করে গোলমাল শুরু দুই গোষ্ঠীর। পরে তা সংঘর্ষের চেহারা নেয়। তা থেকে চরম গোলমাল ছড়ায় এলাকায়। হুগলির খানাকুলের এই ঘটনায় একজনের মৃত্যু হয়।মৃত সুদর্শন প্রামানিক তাদের স্থানীয় নেতা বলে দাবি করে বিজেপি। সুরজিৎ সামন্ত নামে তাদের আরও এক সমর্থক গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি বলে দাবি বিজেপির। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে বনধ চলছে এলাকায়।