এক নজরে

Sukanta Majumder: তৃণমূলের বাইক বাহিনীকে তাড়া করলেন সুকান্ত মজুমদার

By admin

February 27, 2022

কলকাতা ব্যুরো: নিজের গাড়ি থেকে নেমে বাইক বাহিনীকে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার পুরভোটের শেষ বেলায় চরম অশান্তির দক্ষিণ দিনাজপুরে। এদিন সকাল থেকেই দিনাজপুরে বহিরাগতদের আনাগোনা চোখে পড়েছে। জানা গিয়েছে, রবিবার বালুরঘাটের মিলন সংঘ পাড়ার দুই নম্বর ওয়ার্ডে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিজেপির রাজ্য সভাপতি লক্ষ্য করেন যে তৃণমূলের একটা লাইক বাহিনী সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে। দেখামাত্রই গাড়ি থেকে নেমে দৌড়ে বাইক বাহিনীকে তাড়া করেন তিনি। বাকিরা বাইক ছেড়ে পালিয়ে গেলেও দুজনকে ধরে ফেলেন তিনি।

এরপরই তৃণমূলের কর্মী সমর্থকরা এলাকায় শান্তি বিঘ্নিত হচ্ছে বলে সুকান্ত মজুমদারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের সামনেই উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও সামনে আসে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার আইসি অসীম গোপের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। সেখানে ফের একবার পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় বিজেপি রাজ্য সভাপতির।

অপরদিকে, ছাপ্পা ভোট প্রতিবাদ করায় গঙ্গারামপুর পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ ওঠে। গুরুতর জখম ৪ নম্বর ওয়ার্ডের বুথে থাকা কর্তব্যরত স্বাস্থ্যকর্মী। বিষয়টি নজরে আসতেও তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

অপরদিকে, এদিন বালুরঘাট পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বিএলআরও অফিসে দেদারে ছাপ্পার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিম সহ বিশাল পুলিশবাহিনী।