%%sitename%%

এক নজরে

Sukanta Majumdar: সুকান্ত মজুমদারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা কেন্দ্রের

By admin

September 25, 2021

কলকাতা ব্যুরো: প্রত্যাশিতভাবেই বাড়লো বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকন্ত মজুমদারের নিরাপত্তা। এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। ফলে এরপর থেকে তাঁর সুরক্ষায় থাকবেন ৩৫ জন বন্দুকধারী। যা দিলীপ ঘোষের থেকেও একধাপ বেশি। রাজ্য বিজেপি সভাপতি থাকাকালীন ওয়াই প্লাস (Y+) ক্যাটাগরির নিরাপত্তা পেতেন দিলীপ। শনিবার থেকেই বাড়তি নিরাপত্তা পাবেন সুকান্ত মজুমদার। এমনই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে।

গত সোমবার রাজ্য বিজেপির সভাপতি নিযুক্ত হন সুকান্ত মজুমদার। তার পরই তাঁর নিরাপত্তা বাড়ানোর আলোচনা শুরু হয়। তবে বালুরঘাটের সাংসদকে তড়িঘড়ি জেড (Z) ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তের কথা ঘোষণা হওয়ার পরই সুকান্তর নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা পৌঁছে গিয়েছেন। জানা গিয়েছে, ৩৫ জন রক্ষীর মধ্যে ১৫ জন বন্দুকধারী CRPF জওয়ান সুকান্তকে ঘিরে রাখবেন। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করেছে আগামী দিনে আরও বড় বিপদ আসতে পারে। নিশ্চয়ই IB-এর কিছু তথ্য রয়েছে সেই কারণে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। তবে আমার অসুবিধা হবে। কারণ এর আগে আমি স্কুটি নিয়ে বালুরঘাটে ঘুরেছি। আগামী দিনে হয়তো একটু সমস্যা হতে পারে।