এক নজরে

KMC Election: জেলায়-জেলায় পথ অবরোধ কর্মসূচি বিজেপির

By admin

December 19, 2021

কলকাতা ব্যুরো: রবিবার কলকাতায় পুরোভোট। এদিন সকালে ভোট শুরুর পর থেকেই একের পর এক অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে। এই সব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতা ভোট নিয়ে যে সমস্ত ঘটনা ঘটছে তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ করেন তিনি।

রবিবার বালুরঘাট হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য পুলিশকে শাসক দলের তরফে নির্দেশ দেওয়া রয়েছে যা কিছু করতে হবে বেলা বারোটার মধ্যে। পাশাপাশি তিনি আরও বলেন, আজ সকাল থেকেই উত্তপ্ত কলকাতা। যে কলকাতাকে শুধু বাংলা নয় সারা ভারতের সাংস্কৃতিক রাজধানী বলে মানা হয়। এই পরিস্থিতিতে বিভিন্ন ওয়ার্ডে যে ধরনের ভোট লুঠ চলছে, গণতন্ত্রের হত্যা চলছে, তৃণমূল কংগ্রেস, পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশন তিনজন মিলে সামগ্রিক একটা যাত্রা পালা দেখানো হচ্ছে গণতন্ত্রের নামে। এই গণতন্ত্রের হত্যার প্রতিবাদে আমারা পথ অবরোধ করব, অবস্থান বিক্ষোভে নামব।

পাশাপাশি আমাদের বিভিন্ন বিধায়করা রাজ্য নির্বাচন কমিশনের সামনে গিয়ে অবরোধে বসবে। আর রাজ্য সভাপতির এমন সিদ্ধান্তের পরপরই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, আজ কলকাতার পুরোভোট ঘিরে সকাল থেকেই উত্তপ্ত শহর। কখনও বোমাবাজি, কখনও পোলিং এজেন্টকে মারধর, কখনও বা সিসি ক্যামেরায় কারচুপির অভিযোগ উঠেছে।