এক নজরে

কাল থেকে জেলা ঘুরবেন বিজেপির পাঁচ নেতা

By admin

November 17, 2020

কলকাতা ব্যুরো: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলি রাজ্যে নেমে পড়ল রণকৌশল তৈরি করে। এদের মধ্যে অবশ্যই এগিয়ে বিজেপি। বিজেপির সর্বভারতীয় পাঁচ নেতাকে এনে পাঁচটি সাংগঠনিক জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক হয় রাজ্য নেতাদের। সেখানেই সিদ্ধান্ত হয় আগামী ১৮ নভেম্বর থেকে সর্বভারতীয় নেতারা শুরু করবেন জেলা সফর। তারা তিন দিন ঘোরার পর দলের দিল্লির নেতৃত্বকে রিপোর্ট পাঠাবেন। সেই রিপোর্ট পাওয়ার পর ৩০ নভেম্বর ফের রাজ্যে আসতে পারেন অমিত শাহ।

এদিন বিজেপির বৈঠকে আলোচনায় উঠে আসে বিভিন্ন জেলার সাংগঠনিক অবস্থা সম্পর্কে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ওই নেতারা জেলাগুলিতে এবার থেকে নিয়মিত যাতায়াত করবেন। যেখানে ত্রুটি দেখা যাবে তা সারিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের তরফে দিলীপ ঘোষ, মুকুল রায়ের মত নেতারা সব সময় ওই দিল্লির নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন। আপাতত সংগঠন গোছানো প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিজেপির নেতৃত্ব।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সাংগঠনিকভাবে জেলাগুলিতে কাজকর্ম খতিয়ে দেখার ব্যাপারে কিছু নির্দিষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে। শুধু বিজেপি নয়, দলের শাখা সংগঠনগুলিও এই সময়ের মধ্যে জেলায় জেলায় তাদের কর্মকান্ড চালাবে।

বিজেপির সর্বভারতীয় নেতারা এসে এখানে সংগঠন দেখার দায়িত্ব সামাল দেওয়াকে খোঁচা দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা সৌগত রায়ের বক্তব্য, বোঝা যাচ্ছে এখানকার নেতারা কাজকর্ম জানেন না। তাই তাদের সামাল দিতে দিল্লির নেতাদের আনতে হচ্ছে।