কলকাতা ব্যুরো: বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত হলো দুই শহর। একদিকে কলকাতা, অন্যদিকে হাওড়ার একটা বড় অংশের সকাল থেকে ছিল পুলিশের দখলে। বিজেপির মিছিল চতুর্দিক থেকে নবন্নর দিকে এগোনোর চেষ্টা করতেই পুলিশ বাধা দেয়। পুলিশের দিকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শেষ পর্যন্ত জলকামান ব্যবহার করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।