কলকাতা ব্যুরো: আবারও হাইকোর্টে ধাক্কা খেলো বিজেপি। এবার কাঁথি পুরসভার ভোট গণনা স্থগিতের আবেদন খারিজ করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামীকাল অর্থাৎ বুধবারই হবে কাঁথি পুরসভার ভোট গণনা। তবে এই মামলার ভবিষ্যতের উপরে নির্ভর করবে ভোটের ভবিষ্যত, এমনটাই মঙ্গলবার জানিয়ে দিল আদালত। এদিন আদালতে বিজেপির আইনজীবী দাবি করেন, ৯৭টির মধ্যে ৯১টি সিসিটিভি খারাপ করে দেওয়া হয়েছে। নিরপেক্ষ সংস্থা দিয়ে সিসিটিভি-র অডিট করানো হোক। জাতীয় নির্বাচন কমিশন বা সিবিআই-কে মনোনীত করা হোক।

এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জাতীয় নির্বাচন কমিশন তদন্ত করতে পারবে কি না, তা জানতে ওই প্রতিষ্ঠানকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১১ মার্চের মধ্যে রাজ্য ও কমিশন হলফনামা জমা দেবে। আর তার পাল্টা জবাব দেবে বিজেপি। এছাড়া রাজ্য নির্বাচন কমিশন সব সিসিটিভি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণ করবে বলে হাইকোর্টের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে এদিন অভিযোগের ভিত্তিতে কমিশনের বক্তব্য জানতে চায় আদালত। যে অভিযোগ এখানে করা হচ্ছে, তা কমিশনকে জানানো হয়নি। আগে দেখতে হবে অভিযোগগুলি সঠিক কিনা, তারপর অডিটের প্রশ্ন। হাইকোর্টে এমনটাই জানিয়েছেন কমিশনের আইনজীবী।

Share.
Leave A Reply

Exit mobile version