এক নজরে

কলকাতার রাস্তায় বিজেপির বাক্যবাণ

By admin

December 06, 2020

কলকাতা ব্যুরো: যতই নির্বাচন এগিয়ে আসছে ততই বিজেপি ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। খুব পিছিয়ে নেই রাজ্যের শাসক তৃণমূলও। একেবারে ব্যক্তিগত স্তরে নাম না করে নানান নানান দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলা হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে। সম্প্রতি ডায়মন্ডহারবার সাংসদ এ ব্যাপারে আইনি নোটিশ পাঠিয়েছেন বিজেপির দিলীপ ঘোষকে। তারপরেও বিজেপির অন্যান্য নেতারা আক্রমণ করে যাচ্ছেন ব্যক্তিগত স্তরে।

রবিবার কলকাতা চলো অনুষ্ঠানে বিজেপির কৈলাশ বিজয়বর্গী থেকে শুরু করে মুকুল রায়ের মত নেতারা নানাভাবে কাঠগড়ায় তোলার চেষ্টা করেন। এদিনের অনুষ্ঠানে নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গায় যে সব পরিবার আক্রমণের শিকার হয়েছিল, সেসব পরিবারের লোকজনকে এনে মঞ্চে তোলা হয়। তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন বিজেপির নেতারা।

নেতারাই সেখানে বিভিন্ন ইঙ্গিতে তৃণমূলের নেতাদের সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ শানান। আর সেই সব গরম গরম আক্রমণে উত্তেজিত হয়ে ওঠেন সর্মথকরাও। বিধানসভা ভোটের আগেই এখন যেভাবে মঞ্চে রাজনৈতিক গরম গরম বক্তব্য চলছে, নির্বাচন যত এগিয়ে আসবে এই আক্রমণ ততো বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আর এতে উত্তাপ স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে হিংসা, বারাবনির মত রাজ্যে আরও দেখা যাবে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। তাই নেতাদের সতর্ক করে তারা বলছেন, ভোটের লড়াই লড়তে গিয়ে অযথা কোনো দলই সমর্থকদের ব্যক্তিগতভাবে উত্তেজিত করে, বড় ক্ষতির মুখে মানুষ না যায় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিচ্ছেন তারা।