এক নজরে

বিজেপির অভিযানকে ঘিরে দুর্গ বন্ধ নবান্ন

By admin

October 08, 2020

কলকাতা ব্যুরো: আজ বিজেপির যুব মোর্চার অভিযানকে ঘিরে কার্যত দুর্গে পরিণত হয়েছে বন্ধ নবান্ন। সানিটাইজেশনের কাজের জন্য আজ ও কাল বন্ধ রাখা হয়েছে রাজ্য সচিবালয়। কিন্তু বিজেপির কর্মসূচিকে ঘিরে পুলিশি তৎপরতা তুঙ্গে।

বিদ্যাসাগর সেতু থেকে এবং বিপরীত দিক থেকে বাঁশের ব্যারিকেড ও গার্ড রেল দিয়ে বন্ধ করা হয়েছে নবান্নে প্রবেশের প্রতিটি পথ। রয়েছে জলকামান, কাঁদানে গ্যাস। রাস্তায় মোতায়ন করা হয়েছে ৩ হাজার পুলিশ কর্মী। থাকবেন এসিপি পদমর্যাদার অফিসাররা।

শহরের চার প্রান্ত থেকে আসবে চারটি মিছিল। দুটি হাওড়ার দিক থেকে। দুটি কলকাতার দিক থেকে। হাওড়া ময়দান এবং সাত্রাগাছি থেকে আসবে মিছিল।

মিছিলগুলিতে নেতৃত্বে দেবেন মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, যুব মোর্চার সভাপতি তথা বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূরিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ।

দিলীপ ঘোষ অবশ্য ইতিমধ্যেই জানিয়েছেন, রাস্তায় পুলিশের থেকে বিজেপি কর্মী বেশি থাকবে। এই অভিযানকে ঠেকানো যাবে না।

বস্তুত গত রাত থেকেই এই কর্মসূচিতে যোগ দিতে শহরে এসেছেন জেলার বিজেপি কর্মীরা।