এক নজরে

৬ অক্টোবর বিজেপির নবান্ন অভিযান ঘিরে প্রশ্ন

By admin

September 21, 2020

কলকাতা ব্যুরো: করোনা আবহে দেশ আনলক হলেও এখনও সোশ্যাল ডিসটেন্স বজায় রাখার নির্দেশ জারি রয়েছে। এরই মধ্যে ৬ অক্টোবর বিজেপির যুব মোর্চা, নবান্ন অভিযান এর ডাক দিয়েছে।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপির যুব কর্মীদের কলকাতায় আনার জন্য রাজ্য নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নেতারা এখন জেলায় জেলায় গিয়ে কোথা থেকে কত কর্মী-সমর্থককে কলকাতায় আনা যায় তার হিসেব নিকেশ করছেন। আর এখানেই প্রশ্ন উঠছে বর্তমান পরিস্থিতিতে এমন অভিযান কে ঘিরে।