এক নজরে

#ProphetRow: রাজ্যে অশান্তি রুখতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

By admin

June 14, 2022

কলকাতা ব্যুরো: রাজ্যের একাধিক এলাকায় চলতে থাকা অশান্তি নিয়ন্ত্রণে এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালের হস্তক্ষেপ চাইলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এই মর্মে চারজনকে চিঠি দিলেন তিনি। বিজেপি সাংসদের অভিযোগ, অশান্তির জেরে সমস্যায় পড়ছে আমজনতা। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ্য ভূমিকা পালন করছে না রাজ্য সরকার। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন তিনি।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি দিয়েছেন রানাঘাটের সাংসদ। প্রতিটি চিঠির বয়ানই প্রায় একই। চিঠিজুড়ে রাজ্যের বিক্ষিপ্ত অশান্তির বর্ণনা দেওয়া হয়েছে। কীভাবে হাওড়ায় গাড়িতে, বিজেপির দলীয় কার্যালয়ে আগুন ধরানো হয়েছে তাও সবিস্তারে ব্যাখ্যা দেওয়া হয়েছে চিঠিতে।

সাংসদের অভিযোগ, সাধারণ মানুষের ঘরবাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনকী, বেথুয়াডহরি স্টেশনে রাণাঘাট-লালগোলা মেমু প্যাসেঞ্জারে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, তাও তুলে ধরেছেন সাংসদ। তবে এই ঘটনার উল্লেখ করতে গিয়ে একটি ভুলও করে বসেন সাংসদ। চিঠিতে বেথুয়াডহরি স্টেশনটিকে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বলে উল্লেখ করেন। অথচ স্টেশনটি নদিয়া জেলার অন্তর্ভুক্ত। তিনি আবার নদিয়া জেলার রাণাঘাটেরই সাংসদ।

প্রসঙ্গত, হাওড়ার অশান্ত এলাকায় যাওয়ার পথে বাধা দেওয়া হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। এমনকী, তাঁকে আটকও করে রাখা হয়েছিল। সেই ঘটনারও উল্লেখ করা হয়েছে চিঠিতে। সাংসদের অভিযোগ, অশান্তি নিয়ন্ত্রণ করতে গিয়ে জখম হন বহু পুলিশকর্মী। তার পরেও রাজ্য কোনও কড়া পদক্ষেপ করছে না বলেই অভিযোগ করেছেন বিজেপি সাংসদ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন তিনি।