কলকাতা ব্যুরো: রামপুরহাটে ১০ জনের মৃত্যুর ঘটনায় আদালতের দ্বারস্থ হলো বিজেপি। এই ঘটনায় গেরুয়া শিবিরকে মামলা দায়ের করার অনুমতিও দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচরপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। তবে বিজেপি এখনও কোনও মামলা দায়ের করেনি।

রামপুরহাটে তৃণমূল উপপ্রধান খুনের পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে বগটুই গ্রাম। আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে সেই গ্রামে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করুক হাইকোর্ট, এই আর্জি নিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তাঁদের আইনজীবী এ বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। স্বতঃপ্রণোদিত মামলা না হলেও বিজেপিকে মামলা করার অনুমতি দিল ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে আদালত স্বতঃপ্রণোদিত মামলা করবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত হবে পরে।

এ বিষয়ে বিজেপির আইনজীবীরা জানিয়েছেন, রামপুরহাট কাণ্ডে আদালত যাতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে, তার আরজি জানিয়েছিলাম। কিন্তু আদালত এখনই স্বতঃপ্রণোদিত মামলা করতে রাজি নয়। তবে আমাদের মামলা করার অনুমতি দিয়েছে।

প্রসঙ্গত, ফের অগ্নিগর্ভ বীরভূমের রামপুরহাট। রাতের অন্ধকারে গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ  হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে রামপুরহাটের বগটুই গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা গ্রাম। চলছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনায় আতঙ্কের চাদরে ঢাকা গ্রাম। থমথমে পরিবেশ। অভিযোগ, গ্রামে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে পুলিশকে। ঘটনার গুরুত্ব বুঝেই দ্রুত কলকাতা থেকে হেলিকপ্টারে বীরভূম যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এমনই জানিয়েছেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্য়ায়।

Share.
Leave A Reply

Exit mobile version