কলকাতা ব্যুরো: গরুপাচার কান্ডে গরহাজির অনুব্রত মন্ডলকে নিয়ে গান বেঁধে রীতিমতো শোরগোল ফেলে দিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। অসীমবাবু এদিন জানান, দেখলাম যখন এসএসকেএম-এ ভর্তি হয়েছেন। কালো গাড়ি থেকে নামলেন। কাঁধে হাত দিয়ে হাঁটছেন। দেখতে দেখতে গান লিখে ফেললাম। বুধবার বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে হাজির হয়েছিলেন বিজেপি বিধায়ক। কবি বলেন, বিরোধী দলনেতার ঘরে বসেই টিভিতে দেখছিলাম সবকিছু। তারপরই এই গান।

দাদা ভর্তি হয়েছে। দাদা ভর্তি হয়েছে। সিবিআইয়ের কথা শুনে শ্বাসকষ্ট তাঁর বেড়েছে। ভর্তি হয়েছে। গেরুয়া শিবিরের বিধায়ক কবি অসীম সরকার গানের মাধ্যমেই পরিস্থিতি তুলে ধরতে চেয়েছেন। তিনি বলেন, বিরোধী দলনেতার ঘরে আমরা ৬-৭জন বিধায়ক ছিলাম। স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল। আমার ২টোয় মিটিং ছিল। গান যখন লিখলাম তখন একজন গানটা করার কথা বললেন। আমিও আনন্দে গান করলাম। যে আমার পান বানিয়ে দেয়, কৃষ্ণ তো গানের সঙ্গে টেবল চাপড়ে চাপড়ে বাজাচ্ছিল।

এর আগেও চিটফান্ড কাণ্ডে সিবিআই তলব করায় কেউ কেউ হাসপাতালে ছুটেছিলেন। ভর্তিও হয়েছিলেন। শুধু তাই নয়, গ্রেফতার হওয়ার পর বেশিরভাগ সময়টাই কারও কারও হাসপাতালে কেটে যায়। এর আগেও সিবিআইয়ের তলবের সময় এসএসকেএম-এ ভর্তি হয়েছিলেন অনুব্রত। অসীম সরকার বলেন, যতবারই দেখছি সিবিআই যাঁদের ডাকে তাঁদের শ্বাসকষ্ট নয় হার্টে ব্যাথা উঠে যাচ্ছে। আমার যদি পাপ না থাকবে তাহলে এত কাঁপ কেন ভিতরে? এমন কায়দা দেখেই আমার মধ্যে গান এসে গেল। মানে আমি হাসপাতালে ভর্তি হয়ে গেলে আর সিবিআইতে হাজিরা দিতে হচ্ছে না। যতবার আমি এড়াতে পারি তারই মধ্যে আমি একটা নতুন কৌশল ফাঁদতে পারি।

এছাড়াও কবির অভিমত, এসএসকেএম যেন বিশ্রামাগার। সেখানে একটা সুন্দর জায়গা তৈরি করা আছে। যখন সিবিআই ডাকবে তখনই ওখানে গিয়ে চিৎপাৎ হয়ে থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version