কলকাতা ব্যুরো: শনিবার বাংলার ঘরে ঘরে ভাইফোঁটার আয়োজন। ভাইফোঁটায় ব্যস্ত রাজনীতিবিদরাও। যাদবপুরে রিজেন্ট এস্টেটে বোন ও দিদির কাছে ফোঁটা নিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
বিজেপি নেতা বলেন, ‘প্রত্যেক বছর এমনটাই কাটে। এই ফোঁটার জোরেই ভাইরা বিপদ থেকে রক্ষা পায়। ফোঁটার জোরেই যমদুয়ারে সত্যিই কাঁটা পড়ে। পারিবারিক সম্পর্ক ভালো থাকে এই অনুষ্ঠানের মাধ্যমে।’