এক নজরে

BJP Leader Murder: ভগবানপুরে বিজেপি নেতাকে অপহরণ করে কুপিয়ে খুন

By admin

November 07, 2021

কলকাতা ব্যুরো: বিজেপি নেতাকে অপহরণ করে কুপিয়ে খুনের ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয়েছে। তবে শাসকদলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, চণ্ডীপুর বিধানসভার ভগবানপুর-১ নম্বর ব্লকের মোহাম্মদপুর-১ নম্বর অঞ্চলের বিজেপির শক্তি কেন্দ্রের প্রধান ছিলেন শম্ভু মাইতি (৩৬)। অভিযোগ, শনিবার কয়েকজন দুষ্কৃতী রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে যায়। দেড়িয়া দিঘি কেলেঘাই নদীর পাড় থেকে পরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে তাঁর শরীরে ৷

সবার প্রথম স্থানীয়রাই নদীর পাড়ে তাঁকে পড়ে থাকতে দেখতে পান। তাঁকে উদ্ধার করে প্রথমে ভগবানপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছে বিজেপি ৷ তাদের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে ৷

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের কারণেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷