এক নজরে

বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতর

By admin

September 14, 2020

কলকাতা ব্যুরো: গোঘাটের বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে এখনো চাপানউতর চলছে। রবিবার সকালেই গোঘাট স্টেশনের পাশে একটি গাছ থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ। মৃতের পরিবারের অভিযোগ, তৃণমূলই তাকে খুন করে তার দেহ ঝুলিয়ে দিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওই ঘটনায় আরামবাগ সড়ক অবরোধ করে বিজেপি।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যে বাড়ছে রাজনৈতিক হিংসার ঘটনা।
অন্যদিকে রাজ্যের পুর মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের পাল্টা বক্তব্য, যে কোনো ঘটনাতেই রাজনীতির রং লাগাচ্ছে বিজেপি।