কলকাতা ব্যুরো: কাশ্মীরের আইনজীবী ও টিভি চ্যানেল বক্তা বাবর কাদরীকে গুলি করে মারল অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে শ্রী নগরে তার বাড়ির সামনে। গুলি করার পর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে তাকে ঘোষণা করেন।
কাদরী বরাবর বিজেপির রাজনীতি র বিরোধিতা করে টিভি চ্যানেলগুলোতে নিজেদের মত জানিয়েছেন। ৩৭০ ধারা বাতিল করায় কাশ্মীরের গরীব মানুষের কোন লাভ হবে না, উল্টে ব্যবসায়ীদের এবং মুনাফালোভীদের লাভ বেশি হবে বলে একাধিকবার এভাবেই নিজের মত ব্যক্ত করতেন ওই আইনজীবী। পুলিশ এখনো কারা এই ঘটনার পিছনে আছে তা চিহ্নিত করতে পারে না। তবে শ্রীনগরে কাশ্মীরের হয়ে সংবাদমাধ্যমের কাছে মত প্রকাশ এর ক্ষেত্রে তাঁর বড় ভূমিকা ছিল। কাশ্মীরের হয়ে বিজেপির বিরোধিতার জন্যই তাকে আলাদাভাবে চিনতেন এলাকার মানুষ। তাই তার এমন মৃত্যুতে নতুন করে ক্ষোভ জন্মাচ্ছে সাধারণ কাশ্মী রি দের মধ্যে।

Share.
Leave A Reply

Exit mobile version