কলকাতা ব্যুরো: তিনি আদালতে আগাম জামিন নিলেন তারপর দুষ্ট ছেলে মেয়েদের ফল বিতরণ করলেন তিনি বিজেপির রাজ্য নেতা রাজু ব্যানার্জি।
বৃহস্পতিবার আসানসোল আদালতে আগাম জামিন নিলেন বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়। এ মাসের প্রথম দিকে আসানসোল বিএনআর-এ বিজেপির এক কর্মসূচিতে রাজু ব্যানার্জি পুলিশের সাথে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেই মামলার আগাম জামিন নেন আজ। জামিনের পর দুঃস্থদের ফল বিতরণ করেন রাজু বন্দোপাধ্যায়।
