এক নজরে

By Election: আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী দুই আইনজীবী

By admin

February 19, 2022

কলকাতা ব্যুরো: খুব শীঘ্রই আসনসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন হতে চলেছে৷ পুরসভার ভোটপর্ব মিটলেই সেই নির্বাচনের দিন ঘোষণা করতে পারে ভারতের নির্বাচন কমিশন৷ আই এই দুই কেন্দ্রের উপনির্বাচন জিততে মরিয়া বিজেপি৷ বিশেষ করে আসানসোল লোকসভা কেন্দ্র কারণ বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ ছিলেন ৷ তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার আগে, সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন৷ তাই কোলিয়ারি অঞ্চলকে নিজেদের দখলে রাখতে মরিয়া বিজেপি নেতৃত্ব৷ আসানসোল ও বালিগঞ্জ এই দুই কেন্দ্রের উপনির্বাচন আগামী ১৫ দিনের মধ্যে ঘোষণা হতে পারে বলে খবর৷ তাই দুই কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির ৷

আসানসোল লোকসভাকে নিজেদের দখলে রাখতে স্থানীয় নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র আইনজীবী জিতেন্দ্র তিওয়ারিকে উপনির্বাচনে প্রার্থী করছে বিজেপি। এমনটাই রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যের প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷ তিনি মারা যাওয়ার পর বালিগঞ্জ বর্তমানে বিধায়ক শূন্য ৷ বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপির আইনি সেলের আহ্বায়ক লোকনাথ চট্টোপাধ্যায়কে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, জিতেন্দ্র তিওয়ারি একসময় কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতেন৷ আর লোকনাথ চট্টোপাধ্যায় এখনও দাপটের সঙ্গে কলকাতা হাইকোর্টে আইন চর্চা করে চলেছেন ৷ এই দুই অভিজ্ঞ আইনজীবীর কাঁধে ভর করেই বিজেপি লোকসভা ও বিধানসভার দুই উপনির্বাচনে বাজিমাত করতে চাইছে কারণ বিধানসভা ভোটের পর থেকে বিজেপি প্রতিটি নির্বাচনে হারছে ৷ সেই ধাক্কা সামলে নেতা ও কর্মীদের মনোবল ফেরাতে মরিয়া হয়ে উঠেছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷

বিজেপি সূত্রে খবর, আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও সায়ন্তন বসুর নামও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে৷ অন্যদিকে, বালিগঞ্জ বিধানসভায় আগেরবার লোকনাথ চট্টোপাধ্যায় প্রার্থী ছিলেন ৷ তাঁর নাম ছাড়াও যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ এর নাম রয়েছে ৷ খুব শীঘ্রই উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই এ বার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির কারণ সব সময়ই বিজেপির বিরুদ্ধে দেরি করে প্রার্থী তালিকা ঘোষণার অভিযোগ ওঠে৷ সাধারণভাবে তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দলগুলি প্রার্থী ঘোষণা করার পর বিজেপি প্রার্থী তালিকা চূড়ান্ত করে ৷ যা নিয়ে বহু নেতা ও কর্মীর মধ্যে ক্ষোভ রয়েছে বলে জানতে পেরেছে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এ বার এই দুই কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করে ফেলা হয়েছে ৷

এ বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপির নির্বাচনী কমিটি নাম চূড়ান্ত করবে ৷ সেই নাম আমরা দিল্লিতে পাঠাব ৷ আর কেন্দ্রীয় নেতৃত্ব এই নাম ঘোষণা করবে ৷ তবে আমাদের নাম চূড়ান্ত ৷