কলকাতা ব্যুরো: রাজ্য রাজনীতি তে প্রায় নজিরবিহীন মামলা। মামলা করলেন রাজ্য বিজেপির কনভেনর অরবিন্দ মেনন। হাইকোর্টে জনস্বার্থ মামলা করলো বিজেপি।
অভিযোগ, রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ভুয়ো মামলা করছে প্রশাসন। ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে ভুয়ো মামলা ১৩৮ টি। বিরোধী মুখ বন্ধ করতেই এমন মামলা শেষ দু,’ বছরে। সব মামলা অন্য রাজ্যে স্থানান্তরের আবেদন। নতুবা রাজ্যের তদন্ত সংস্থা ছাড়া, দেশের যেকোনও তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন।
কার বিরুদ্ধে কটি মামলা –
কৈলাশ বিজয় বর্গী ৪
মুকুল রায় ১৯
দিলীপ ঘোষ ২৪
বাবুল সুপ্রিয় ৬
অর্জুন সিং ৬৪
পবন সিং ৯
সৌরভ সিং ১২
রাজ্যের বিভিন্ন থানায় মামলার পাহাড় বিজেপি ৭ নেতার বিরুদ্ধে। বিরোধী মতকে থামাতেই এমন মিথ্যা মামলা। জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি সর্বভারতীয় নেতা। বিজেপি মামলায় দেওয়া হিসেব অনুযায়ী, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভোট পায় ১৮%। ১% শতাংশ ভোট ছিল আগে, ১৭ শতাংশ ভোট বাড়ে বিজেপির। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি ভোট প্রায় ৪০শতাংশ। বিরোধীদের দমাতেই এমন মামলা, আবেদনে উল্লেখ অরবিন্দ মেননের।