এক নজরে

BJP Candidate List 2021: ১৪৪ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা বিজেপির

By admin

November 29, 2021

কলকাতা ব্যুরো: কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। সোমবার তালিকা ঘোষণার শুরুতেই বিজেপির রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, এবার প্রার্থী তালিকার ক্ষেত্রে নীচু তলার কর্মীদের দিকেই বেশি নজর দেওয়া হয়েছে। একই সঙ্গে মহিলা প্রার্থীর ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে। ১৪৪ জন প্রার্থীর মধ্যে তরুণ মুখ বেশি। ৪৮ জনের বেশি এবার তরুণ মুখ রয়েছে প্রার্থী তালিকায়। একই সঙ্গে ৫০ জনের বেশি মহিলা প্রার্থী রাখা হয়েছে তালিকায়। তালিকায় রয়েছেন ৯ জন সংখ্যালঘু প্রার্থীও।

পাশাপাশি রয়েছেন পাঁচজন আইনজীবী। অবসরপ্রাপ্ত কর্নেল আছেন একজন। তিনজন চিকিৎসক রয়েছেন এবং শিক্ষক-অধ্যাপক রয়েছেন চারজন। সোমবার বিজেপির রাজ্য সহ সভাপতি তথা কলকাতা পুরভোটের নির্বাচনী ইনচার্জ প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, রবিবার আমাদের নির্বাচনী কমিটির বৈঠক হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে এই তালিকা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অনুমোদনের পরই আজ আমরা তালিকা ঘোষণা করছি।

এক ঝলকে দেখুন কে, কোন ওয়ার্ডে লড়ছেন? 

সাংবাদিক সম্মেলনের শুরুতেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, কলকাতা হাওড়া-সহ সমস্ত কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটির নির্বাচন একইদিনে একই সময় করার দাবি নিয়ে আমরা আদালতে গিয়েছি। কিছু মানুষের আবেগ, তাঁদের দীর্ঘদিনের হতাশা, তাঁদের ক্ষোভকে সঙ্গে নিয়ে আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আমরা আগেরদিনও বলেছি, আদালতের দুর্বোধ্য অবস্থানের কারণে এক তরফা ভাবে কলকাতা পুরভোটের দিন ঘোষণা হয়ে গেল। নির্বাচন হচ্ছে। বিজেপি কোনও অবস্থাতেই আদালতকে সামনে রেখে নির্বাচনের ময়দান ছেড়ে চলে যেতে চায়নি। আমরা বলেছিলাম, কোর্টেও আছি মাঠেও আছি।

শমীক ভট্টাচার্য আরও বলেন, কলকাতা পুরভোটের জন্য আমাদের প্রার্থী তালিকার ৭৫ শতাংশ নাম গত দু’মাস আগে ঠিক হয়ে গিয়েছিল। আদালতের দরজা এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস ও রাজ্য নির্বাচন কমিশনের আচরণ সমস্ত কিছুকে সঙ্গে নিয়েই আজ আমাদের দলের ১৪৪ জনের তালিকা ঘোষণা করলাম।