কলকাতা ব্যুরো: কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। সোমবার তালিকা ঘোষণার শুরুতেই বিজেপির রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, এবার প্রার্থী তালিকার ক্ষেত্রে নীচু তলার কর্মীদের দিকেই বেশি নজর দেওয়া হয়েছে। একই সঙ্গে মহিলা প্রার্থীর ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে। ১৪৪ জন প্রার্থীর মধ্যে তরুণ মুখ বেশি। ৪৮ জনের বেশি এবার তরুণ মুখ রয়েছে প্রার্থী তালিকায়। একই সঙ্গে ৫০ জনের বেশি মহিলা প্রার্থী রাখা হয়েছে তালিকায়। তালিকায় রয়েছেন ৯ জন সংখ্যালঘু প্রার্থীও।

পাশাপাশি রয়েছেন পাঁচজন আইনজীবী। অবসরপ্রাপ্ত কর্নেল আছেন একজন। তিনজন চিকিৎসক রয়েছেন এবং শিক্ষক-অধ্যাপক রয়েছেন চারজন। সোমবার বিজেপির রাজ্য সহ সভাপতি তথা কলকাতা পুরভোটের নির্বাচনী ইনচার্জ প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, রবিবার আমাদের নির্বাচনী কমিটির বৈঠক হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে এই তালিকা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অনুমোদনের পরই আজ আমরা তালিকা ঘোষণা করছি।

এক ঝলকে দেখুন কে, কোন ওয়ার্ডে লড়ছেন? 

ওয়ার্ড নংপ্রার্থী
আশিসকুমার ত্রিবেদী
রাজেন্দ্রপ্রসাদ সাউ
অনিমা সিংহ
সব্যসাচী চক্রবর্তী
রাম যাদব
ড. প্রমীলা সিং
ব্রজেশ ঝা
মনোজ সিং
রুবি বন্দ্যোপাধ্যায়
১০ঈশ্বর দয়াল সাউ
১১মানস সেন চৌধুরী
১২তনুশ্রী রায়
১৩ডা. কুণাল ভট্টাচার্য
১৪ডা. দেবরাজ সাহা
১৫অনিতা দাস
১৬শরৎ সিংহ
১৭পারমিতা বন্দ্যোপাধ্যায় জয়সওয়াল 
১৮অনুরাধা সিং
১৯দেবাশিস শীল
২০মুকুন্দ ঝাওয়ার
২১পূর্ণিমা চক্রবর্তী
২২মীনাদেবী পুরোহিত
২৩বিজয় ওঝা
২৪কামিনী তিওয়ারি
২৫সুনীল হর্ষ
২৬শশী গণ
২৭মঞ্জু জয়সওয়াল
২৮অমিয় হাজরা
২৯মহম্মদ মুখতার
৩০মনজিন্দর খার
৩১নারায়ণ চৌধুরী
৩২রুবি সান্যাল
৩৩রীতা দেবনাথ মণ্ডল
৩৪শোভা দাস
৩৫গিরিশ শুক্লা
৩৬রবিকান্ত সিং
৩৭শেখ মৌসুমী
৩৮রমেশ ঠাকুর জয়সওয়াল
৩৯মহম্মদ জাহাঙ্গির
৪০শেফালি শর্মা
৪১রাজীব সিনহা
৪২সুনীতা ঝাওয়ার
৪৩ছন্দা কারোয়ার
৪৪মুকেশ সিং
৪৫কুশল পাণ্ডে
৪৬পিংকি সোনকার
৪৭চিত্রপাল বাসোনিয়া
৪৮চিত্তরঞ্জন মান্না
৪৯রাজলক্ষ্মী বিশ্বাস
৫০সজল ঘোষ
৫১সঞ্জীব গুনিন
৫২কামিনী সনতানি খটিক
৫৩গৌতম দাসগুপ্ত
৫৪দেবাশিস দত্ত
৫৫অমৃতা ঘোষ
৫৬তপন সামন্ত
৫৭মিলন ধেড়ে
৫৮চন্দন দাস
৫৯ঐশী মাঝি
৬০রমেশ কুমার সিংহ
৬১হরি নারায়ণ তিওয়ারি
৬২শানিনা খাতুন
৬৩নবীন মিশ্র
৬৪দীপঙ্কর সাহা
৬৫সোনিয়া পাণ্ডে
৬৬অভিষেক সিংহ
৬৭সন্দীপ বন্দ্যোপাধ্যায়
৬৮পিঙ্কি ঘোষ
৬৯কুশলপ্রসাদ মিশ্র
৭০ভীম সিং বর্মা
৭১প্রমীতা ঘোষ
৭২রুমা নন্দা
৭৩ইন্দ্রজিৎ খটিক
৭৪পারমিতা দত্ত
৭৫মহেশ রাম
৭৬সজল কর
৭৭গোপা ব্যানার্জি
৭৮বিনা কানোজিয়া
৭৯জিতেন্দ্র মণি তিওয়ারি
৮০এরশাদ আহমেদ
৮১দ্বিতীয়া কৌর
৮২প্রতাপ সোনকার
৮৩গৌরাঙ্গ সরকার
৮৪তমসা চট্টোপাধ্যায়
৮৫রুবি মুখোপাধ্যায়
৮৬রাজর্ষি লাহিড়ী
৮৭অনুশ্রী চট্টোপাধ্যায়
৮৮সমীর শীল
৮৯শান্তনু ভট্টাচার্য
৯০মৌসুমী ভট্টাচার্য
৯১দিলীপকুমার মিত্র
৯২সুমন দাস
৯৩সুমিতা দাসগুপ্ত
৯৪প্রদীপ্ত অর্জুন
৯৫রাজীব সাহা
৯৬সন্দীপা সিংহ রায়
৯৭সোমা ঘোষ
৯৮চন্দনকুমার সাহা
৯৯তানিয়া দাস
১০০সঞ্জয় দাস
১০১সন্তোষ মিশ্র
১০২ইন্দিরা গঙ্গোপাধ্যায়
১০৩সন্দীপ বাগচী
১০৪স্বরূপ মুখোপাধ্যায়
১০৫তমালি রায়
১০৬পবন বৈদ্য
১০৭সোমনাথ দাস
১০৮মেঘনাদ হালদার
১০৯বিউটি রায় হালদার
১১০নিতাই মণ্ডল
১১১পারিজাত চন্দ
১১২দেবজ্যোতি মজুমদার
১১৩রুবি মণ্ডল দাস
১১৪পার্থ পাল
১১৫তাপস ধারা
১১৬স্বপ্না বন্দ্যোপাধ্যায়
১১৭কল্যাণী দাশগুপ্ত
১১৮দীপঙ্কর বণিক
১১৯রাখি চট্টোপাধ্যায়
১২০উজ্জ্বল বড়াল
১২১চন্দ্রভান সিং
১২২সংগীতা নাথ দে
১২৩শর্মিষ্ঠা ভট্টাচার্য
১২৪শংকর শিকদার
১২৫ডালিয়া চক্রবর্তী
১২৬প্রদীপকুমার রায়
১২৭মল্লিকা বিশ্বাস
১২৮শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়
১২৯নবনীতা ভট্টাচার্য
১৩০শুভাশিস কর
১৩১রবীন রায়
১৩২সুতপা গুপ্ত
১৩৩সদানন্দ প্রসাদ
১৩৪মমতাজ আলি
১৩৫অর্চনা গুপ্ত
১৩৬অনিল বর্মা
১৩৭রাকেশ বর্মা
১৩৮জনিতা নাজমিন
১৩৯মহজাবিন খাতুন
১৪০মহম্মদ সালাউদ্দিন
১৪১তাপস ঢালি
১৪২অমর দাস
১৪৩গার্গী বিশ্বনাথন
১৪৪অনিন্দিতা ঘোষ

সাংবাদিক সম্মেলনের শুরুতেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, কলকাতা হাওড়া-সহ সমস্ত কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটির নির্বাচন একইদিনে একই সময় করার দাবি নিয়ে আমরা আদালতে গিয়েছি। কিছু মানুষের আবেগ, তাঁদের দীর্ঘদিনের হতাশা, তাঁদের ক্ষোভকে সঙ্গে নিয়ে আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আমরা আগেরদিনও বলেছি, আদালতের দুর্বোধ্য অবস্থানের কারণে এক তরফা ভাবে কলকাতা পুরভোটের দিন ঘোষণা হয়ে গেল। নির্বাচন হচ্ছে। বিজেপি কোনও অবস্থাতেই আদালতকে সামনে রেখে নির্বাচনের ময়দান ছেড়ে চলে যেতে চায়নি। আমরা বলেছিলাম, কোর্টেও আছি মাঠেও আছি।

শমীক ভট্টাচার্য আরও বলেন, কলকাতা পুরভোটের জন্য আমাদের প্রার্থী তালিকার ৭৫ শতাংশ নাম গত দু’মাস আগে ঠিক হয়ে গিয়েছিল। আদালতের দরজা এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস ও রাজ্য নির্বাচন কমিশনের আচরণ সমস্ত কিছুকে সঙ্গে নিয়েই আজ আমাদের দলের ১৪৪ জনের তালিকা ঘোষণা করলাম।

Share.
Leave A Reply

Exit mobile version