কলকাতা ব্যুরো: আজ বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে সকালেই ধুন্ধুমার কান্ড সোনারপুরে। বারুইপুর থেকে শিয়ালদা গামী স্পেশাল ট্রেনে উঠে পড়েন বিজেপি সমর্থকরা। সোনারপুর স্টেশনে তাদের নামাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আন্দোলনকারীদের।
পুলিশকে উদ্দেশ্য করে ইট,পাথর ছোড়ার অভিযোগ রয়েছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় একজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। সকাল থেকেই এই ধুন্ধুমার কাণ্ডে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর চত্বর।