এক নজরে

নাড্ডার ডায়মন্ড হারবার সফরের আগে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি

By admin

December 10, 2020

কলকাতা ব্যুরো: সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার সফরের আগেই আক্রান্ত হলেন ডায়মন্ড হারবার টাউনের বিজেপি মণ্ডল সভাপতি সুরজিৎ হালদার। বৃহস্পতিবার সাতসকালে তাঁর উপরে তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। এর জেরে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অন্যদিকে বুধবার রাতে ডায়মন্ড হারবারের ২ নম্বর মন্ডলের সভাপতি শান্তনু মণ্ডলের বাড়িতেও একদল তৃণমূলকর্মী হামলা চালায় বলে অভিযোগ জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বিজেপির আরও অভিযোগ, জেপি নাড্ডা সড়কপথে ডায়মন্ড হারবার আসবেন বলে রাস্তার বিভিন্ন মোড়ে বিজেপির পতাকা লাগানো হয়েছিল। অনেকে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে দেখবেন বলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তৃণমূল কর্মীরা সেই সমস্ত পতাকা খুলে নেওয়ার পাশাপাশি বিজেপির কর্মী-সমর্থকদের মারধর করছে। হটুগঞ্জের মোড়ে তৃণমূলের মিছিলের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা।

জানা গিয়েছে বৃহস্পতিবার তৃণমূলের বেশ কয়েকজন বড় নেতা জেপি নাড্ডার সভা থেকে বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা তৈরি হয়েছে। এর জেরেই ভয় পেয়েছ তৃণমূল কংগ্রেস। আর তাই বিজেপির সর্বভারতীয় সভাপতি এখানে আসার আগেই নেতা-কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।