এক নজরে

Bharati Ghosh: বিজেপির জাতীয় মুখপাত্র হলেন ভারতী ঘোষ

By admin

November 21, 2021

কলকাতা ব্যুরো: ভারতী ঘোষকে জাতীয় মুখপাত্র করলো বিজেপি ৷ রবিবার বিজেপির তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ রবিবার জাতীয় মহাসচিব অরুণ সিংয়ের সই করা একটি বিবৃতি প্রকাশ করেছে বিজেপি ৷ সেখানে জানানো হয়েছে যে, দলের জাতীয় স্তরে সংগঠনে নতুন পাঁচজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে ৷ সেই পাঁচজনের মধ্যেই নাম রয়েছে ভারতী ঘোষের ৷

তিনি ছাড়াও শাহজাদ পুনাওয়ালাকে জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আর মহারাষ্ট্রের বিনোদ তাওড়েকে জাতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে ৷ বিহার থেকে ঋতুরাজ সিনহা ও ঝাড়খণ্ড থেকে আশা লাকড়াকে জাতীয় সম্পাদক করা হয়েছে ৷

প্রসঙ্গত, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ২০১৯ সালে বিজেপিতে যোগদান করেছিলেন ৷ ওই বছর তিনি বিজেপির টিকিটে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসন থেকে ভোটে লড়েছিলেন ৷ তবে তৃণমূলের তারকা প্রার্থী দেবের কাছে হেরে যান ৷ এরপর ২০২১-এর বিধানসভা নির্বাচনেও বিজেপি তাঁকে প্রার্থী করে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা আসন থেকে ৷ সেখানে তাঁর প্রতিপক্ষ ছিলেন আরেক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর ৷ এই ভোটেও তিনি হেরে যান ৷

বর্তমানে তিনি দলের রাজ্য সংগঠনে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ৷ তার সঙ্গে তাঁকে জাতীয় মুখপাত্র করা হলো ৷ ফলে দলে তাঁর গুরুত্ব বাড়ল বলেই মনে করা হচ্ছে ৷