এক নজরে

BJP Agitation: পেট্রোপণ্যে ভ্যাট কমানোর দাবিতে বিজেপির মিছিল

By admin

November 14, 2021

কলকাতা ব্যুরো: পেট্রোল, ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর দাবিতে বিজেপির মিছিল। আর গেরুয়া শিবিরের কর্মসূচি ঘিরেই ধুন্ধুমার বাঁধলো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করায় তাদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির নেতা, কর্মীরা। পরে রাস্তায় বসেই বিক্ষোভ দেখান তাঁরা। কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

রবিবার সকালে বারুইপুরের ফুলতলার দলীয় কার্যালয় থেকে মিছিল করার কথা ছিল বিজেপির। সেই অনুযায়ী সুকান্ত মজুমদারের নেতৃত্বে কর্মসূচি শুরু হয়। পা মেলান বিজেপি কর্মী ও সমর্থকরাও। তবে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তাই মিছিলে বাধা দিতে একের পর এক ব্যারিকেড তৈরি করে তারা। বারুইপুর উড়ালপুলের কাছে মিছিল আটকে দেওয়া হয়। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। পরে তা গড়ায় হাতাহাতি ও ধস্তাধস্তিতে। এরপর সেখানেই বসে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা। তবে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকায় বড় কোনও অশান্তি হয়নি।

এরপর পণ্যবাহী গাড়িতে উঠে ভাষণ শুরু করেন সুকান্ত। বিজেপির জয়গান থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে তৃণমূলের তুলোধনা, এটাই ছিল তাঁর ভাষণের মোদ্দা কথা। একইসঙ্গে, পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগড়ে দেন সুকান্ত। তিনি বলেন, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। বাড়ির চাকরের মতো আচরণ করছে। জ্বালানিতে ভ্যাট না কমানো হলে নবান্ন অভিযান করা হবে। তাতেও কাজ না হলে আমরা অনশন শুরু করব।

উল্লেখ্য, চলতি মাসেই পেট্রল, ডিজেলে শুল্ক কমায় কেন্দ্র। তাতে দাম কিছুটা কমে। আর তারপর থেকেই ভ্যাট কমানোর দাবিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি। রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে তারা। এর আগে কলকাতা, বর্ধমানে এই ইস্যুতে মিছিল করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে বিজেপিকে। এবার বারুইপুরেও একই ঘটনা ঘটল ৷