কলকাতা ব্যুরো: সোমবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো বিধানসভা ৷ বিজেপি বিধায়কদের প্রবল বিক্ষোভের জেরে বাজেট অধিবেশনের সূচনায় নির্দিষ্ট সময়ে ভাষণই শুরু করতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড়। মুখ্যমন্ত্রী ও স্পিকারের অনুরোধ সত্ত্বেও বিক্ষোভের মাঝে বিধানসভায় ভাষণ শুরু করতে রাজি হননি রাজ্যপাল ৷ পরে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর লিখিত ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে বিধানসভা ছাড়েন রাজ্যপাল ৷ তবে এদিন বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে বিধানসভায় বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যপাল, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন বিধানসভার ওয়েলে নেমে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা ৷ এই ঘটনায় হকচকিয়ে যান বিধানসভায় উপস্থিত রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যপাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন ৷ কিন্তু তারপরেও কাজ হয়নি ৷ স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা ৷ রাজ্যপাল কথা বলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ৷ বিক্ষোভের মাঝেই রাজ্যপালকে তাঁরা অনুরোধ করেন, রীতি মেনে নিয়ম রক্ষার ভাষণ পড়তে ৷ কিন্তু রাজ্যপাল তাতে রাজি হননি প্রথমে ৷ তিনি জানান, বিক্ষোভ না থামলে তিনি ভাষণ দেবেন না ৷
এর প্রতিবাদে পাল্টা বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল বিধায়করাও ৷ তাঁদের দাবি, ভাষণ না পড়ে রাজ্যপাল অধিবেশন কক্ষ ছাড়তে পারবেন না ৷ মুখ্যমন্ত্রী ও তৃণমূল বিধায়কদের অনুরোধে পরে দুপুর তিনটে নাগাদ ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে বিধানসভা ছাড়েন রাজ্যপাল ৷