কলকাতা ব্যুরো: বিশ্বভারতীর জমি, পাঁচিল, নিরাপত্তা থেকে শুরু করে যাবতীয় জটিলতা মেটাতে হাই পাওয়ার কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি ও কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের শীর্ষ দুই আইনজীবীকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেন, স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলা দায়ের করল কলকাতা হাইকোর্ট। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর সঙ্গে সম্পর্ক সারা বিশ্বের। তাঁর সুনাম এর কথা মনে রেখেই কলকাতা হাইকোর্ট মনে করছে এই প্রতিষ্ঠানকে নিয়ে যেসব বিতর্ক তৈরি হচ্ছে তার সুষ্ঠু মীমাংসা প্রয়োজন।
বিশ্বভারতীর হেরিটেজ রক্ষায় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জেড দস্তুর ও রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্তকে নিয়ে কমিটি করা হলো। আপাতত কোন জমিতে বিশ্বভারতী রয়েছে, কোথায় পাচিল দেওয়া প্রয়োজন, আইনি নিরাপত্তা কি ধরনের দরকার, তা এখন থেকে দেখবে এই কমিটি। একইসঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর নির্দেশ, আপাতত পুলিশ হাত গুটিয়ে বসে থাকুক। এমনকি এই সংক্রান্ত যাবতীয় মামলাও দেখবে এই কমিটি।