এক নজরে

বিষ্ণুপুরে বিজেপি কর্মী গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

By admin

September 08, 2020

কলকাতা ব্যুরো: সোমবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে এক মহিলাকে লক্ষ্য করে গুলি করে একদল দুষ্কৃতী। রাধারানী নস্কর নামে ওই মহিলা স্থানীয় বিজেপি কর্মী। সে কারণেই তাঁর ওপর আক্রমণ বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তাঁর স্বামী অরুণ নস্করও বিজেপির বুথ সভাপতি। লকডাউনের দিন তাদের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। রাধারানী নস্কর বাধা দিলে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি লাগে তাঁর মাথার বাম দিকে। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে , পরে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ।এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।