এক নজরে

দেড় কিলোমিটার লাইন দিয়ে বিরিয়ানির প্রতীক্ষা

By admin

October 11, 2020

কলকাতা ব্যুরো: প্রায় এক দশক আগে পার্ক সার্কাস মোড়ে এক বিরিয়ানির দোকানে ভিড় দেখে আঁতকে উঠত মানুষ। আবার সেই আরসালানের বিরিয়ানি খেতে সেখানেই কাতারে কাতারে লোক ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। কিন্তু দেশ আনলক হওয়ার পর পর কর্নাটকে যে ছবি দেখা গেছে, তা দেশের যেকোনো বিরিয়ানির দোকানকে চ্যালেঞ্জ দিতে পারে।

দেড় কিলোমিটার লম্বা লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছেন বিরিয়ানি কেনার জন্য। সে বিরিয়ানির মাহাত্ম্য কি তা কেউ আলাদা করে বলতে পারবেন না হয়তো, কিন্তু সেই বিরিয়ানি চব্য চোষ্য করে খাবার জন্য মোটামুটি ২৪ ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে পিছপা হচ্ছেন না কেউই।

সংবাদ সংস্থা এএনআই একটি ছবি প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে, মাস্ক পড়ে রীতিমতো করোনার মোটামুটি বিধি মেনে আমজনতা দাঁড়িয়ে রয়েছেন সেই বিরিয়ানি কেনার জন্য। ব্যাঙ্গালোর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হস কটের বিরিয়ানি খাওয়ার জন্য আত্মহারা মানুষ। এক ব্যক্তি সংবাদসংস্থাকে জানিয়েছেন, একদিন ভোর চারটেয় বিরিয়ানি কেনার জন্য লাইন দিয়েছিলেন তিনি। পরের দিন সকাল সাড়ে ছটায় সেই বিরিয়ানি তিনি পেয়েছেন।

দোকানের মালিক বলছেন, এটা নতুন কিছু নয়, ২২ বছর ধরে তারা এই দোকান চালাচ্ছেন এখানে। আর এখন করোনা আবহে দেশ আনলক হওয়ার পর, দোকানপাট স্বাভাবিক হয়ে খুলতেই ওই দোকানে বিরিয়ানি কেনার লম্বা লাইন।