এক নজরে

বিসর্জন নিয়ে গোলমাল

By admin

October 27, 2020

কলকাতা ব্যুরো: দুর্গা ঠাকুর বিসর্জন কে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বীরভূমের নলহাটির উদ্যোক্তাদের। গোলমাল চূড়ান্ত জায়গায় গেলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুজো উদ্যোক্তারাও এর প্রতিবাদে নলহাটি থানার সামনে ঠাকুর রেখে দিয়ে চলে যান। পরে পুলিশ ঠাকুর নিয়ে গিয়ে বিসর্জনের ব্যবস্থা করে। সোমবার রাতে নলহাটির ওই প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু যে রাস্তা দিয়ে বিসর্জন দিতে যাচ্ছিলেন উদ্যোক্তারা, তাতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। যা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বেধে যায়।

পরে বিসর্জনে থাকা জনতার একাংশ মারমুখী হয়ে পড়ে বলে অভিযোগ। তারা থানার দিকে বিক্ষোভ করে এগিয়ে গেলে পুলিশ লাঠিপেটা করে এই অভিযোগেই ঠাকুর নিয়ে গিয়ে তারা থানার সামনে রেখে দেন। দীর্ঘক্ষণ এইভাবে থাকার পর একসময় পুলিশ বাধ্য হয়ে ওই ঠাকুর নিয়ে গিয়ে বিসর্জনের ব্যবস্থা করে।

যদিও বীরভূম জেলা পুলিশের এক অফিসার বলেছেন, লাঠি জানানোর কোনো ঘটনাই ঘটেনি। যে রাস্তা দিয়ে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিল, আগাম পুলিশ সেই রাস্তায় বিসর্জনে যাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছিল। কিন্তু তা না মানাতেই বচসা হয়।