এক নজরে

গুরুংকে নিয়ে শুরু রাজনৈতিক তরজা

By admin

October 22, 2020

কলকাতা ব্যুরো: তার বিরুদ্ধে গ্রেপ্তারির হুলিয়া জারির ১৬ মাস বাদে কলকাতায় উপস্থিত হলেন বিমল গুরুং। পুলিশের সামনেই ঘুরলেন, সাংবাদিক সম্মেলন করলেন। জানালেন, বিজেপির প্রতি তার মোহভঙ্গের কথা। সমর্থন জানালেন, তৃনমুলের প্রতি। বলেনজ মমতাই আদর্শ নেত্রী। জানালেনজ গোর্খাল্যান্ড-র প্রশ্নে তার স্পষ্ট অবস্থানের কথা। আর গুরুং-র এর এই অবস্থানকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, গুরুং এর বিরুদ্ধে থাকা মামলাগুলোর কি হয়, তার দিকে খেয়াল রাখবো। আসলে গুরুং পাহাড়ে ফিরতে চাইছিলো। তাই মমতার কাছে এই আত্মসমর্পণ। ওনার কাছে আত্মসমর্পণ করলে সব দোষই মাফ। বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যভাগের পক্ষে।

তৃনমূল নেতা ফিরফাদ হাকিম অবশ্য পাল্টা বলেন, গুরুং তৃণমূলকে সমর্থন করছে। এর সঙ্গে রাজ্য ভাগের সম্পর্ক কি ?
গুরুং প্রশ্নে মমতাকে আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তিনি বলেন, যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, সে কিভাবে প্রকাশ্যে পুলিশের সামনে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যাযকে সমর্থন জানাচ্ছেন, তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে।