এক নজরে

বিমল গুরুংয়ের সমর্থনে চকবাজারে পোস্টার

By admin

October 24, 2020

কলকাতা ব্যুরো: প্রায় তিন বছর মাঝে কেটে গিয়েছে। ২০১৭ সেপ্টেম্বরে পর থেকে আর তাকে দেখেনি দার্জিলিংয়ের মানুষ। সেই তাকেই দুদিন আগে কলকাতায় দেখেছে সবাই প্রেস কনফারেন্স করতে। আর তাতেই এবার বুক বেঁধেছে দার্জিলিঙে বিমল গুরুংয়ের সর্মথকরা।

এতদিন মামলা আর গ্রেফতারের ভয়ে যারা গা ঢাকা দিয়েছিলেন, তারাই শনিবার জড়ো হলেন চকবাজার এলাকায়। দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র, চকবাজারে বিমল গুরুং এর সমর্থনে শ’খানেক লোক গুরুং য়ের নামে স্লোগান দিলেন। পটকা ফাটল। পরলো পোস্টার। কেউই তাদের কোনো বাধা দিলেন না। অবশ্য কবে বিমল গুরুং আবার পাহাড়ে প্রত্যাবর্তন করবেন, তা সকলেরই অজানা। সে কথা জানেন না তার এই ভক্তরাও। কিন্তু দাজু যে আবার দার্জিলিঙে ফিরছেন, সে ব্যাপারে নিশ্চিত তারা। তাই যে চকবাজার ছিল ২০১৭ সালে গোর্খাল্যান্ড আন্দোলনের নামে গোলমালের অন্যতম ভরকেন্দ্র, সেই চকবাজারে এদিন বাজি ফাটলো, নাড়া উঠলো বিমল গুরুংয়ের সমর্থনে।

বিমলের পাথলিবাসের বাড়ি সিল করে রেখেছে প্রশাসন। গোর্খা জনমুক্তি মোর্চার মূল অফিস তালা দেওয়া রয়েছে। এই অবস্থায় তিনি পাহাড়ে ফিরলে কোথায় থাকবেন, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তার উপরে খুন-জখম, সরকারি সম্পত্তি ভাঙচুরের সঙ্গে ইউ এ পি এ ধারায় প্রায় ১৩১ টি মামলা তার নামে ঝুলছে। ফলে রাজ্য কিভাবে সেসব কত তাড়াতাড়ি ম্যানেজ করে, তার ওপরেই নির্ভর করছে বিমল গুরুংয়ের পাহাড়ে ঢোকা।

যদিও তার সমর্থকরা নিশ্চিত, বিজেপি কিছুই করেনি পাহাড়ের জন্য। কিন্তু তৃণমূল সব সমস্যার সমাধান করবে। তাই পাহাড়ে যে আবার বিমল গুরুং ফিরছেন, সে ব্যাপারে এখন নিশ্চিন্ত হয়ে শুধু সময় গুনছেন তার সমর্থকরা।