এক নজরে

KMC Election: ‘মমতা পরাজিত’, তৃণমূলকে তীব্র আক্রমণ বিকাশরঞ্জনের

By admin

December 19, 2021

কলকাতা ব্যুরো: পুরভোটে রবিবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত কলকাতা। মারধর হয়েছে, বোমা ফেটেছে। ঝড়েছে রক্তও। অবাধে ভোট লুঠের অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বিরোধীরা বলছে, ভোটের নামে প্রহসন চলছে। এবার সেই প্রতিবাদের ঝাঁঝ আরও বাড়িয়ে দিলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর কথায়, ‘মমতা পরাজিত’।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন তাঁর ফেসবুক হ্যান্ডেলে লেখেন, মমতা পরাজিত। সংখ্যার বিচারে নয়। রাজনৈতিক নৈতিকতার ভিত্তিতে। যাঁরা ওঁর পক্ষে গলাবাজি করেন তাঁরাও কি নীতি নৈতিকতা বন্ধক রেখেছেন, না বিসর্জন দিয়েছেন – সেটা নিয়েই ৭×২৪ ঘন্টা বিতর্ক হতে পারে। বিতর্ক হতে পারে বিপ্লব দেব না মমতা কে পাবে গণতান্ত্রিক ভোট ধ্বংসের শ্রেষ্ঠ শিরোপা।

এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে ভোট দিতে এসে আশ্বস্ত করেছেন। সংবাদ মাধ্যমের উদ্দেশে তিনি আবেদন জানিয়েছেন, যদি কোনও ফুটেজ থাকে, তা প্রকাশ্যে আনতে। তৃণমূলের কেউ জড়িত থাকলে ২৪ ঘণ্টার মধ্যে দলীয় স্তরে এবং প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।