এক নজরে

বিজয় মালিয়ার সাজা আজ

By admin

August 31, 2020

কলকাতা ব্যুরো: লিকার ব্যারন বিজয় মালিয়ার আদালত অবমাননার মামলায় আজ সাজা ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। এর আগে ২০১৭ সালের মে মাসে তার বিরুদ্ধে রায় দিয়েছিল। আদালত ব্যাংকের ঋণ নিয়ে টাকা তছরুপের অভিযোগে শুনানির পর আদালত ব্যাংকে নির্দিষ্ট কিছু টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।কিন্তু তা তিনি দেননি বলেও অভিযোগ। উল্টে ৪০ মিলিয়ন মার্কিন ডলার তিনি তার সন্তানের নামে সরিয়ে নেন বলে। ইতিমধ্যেই এই মামলার শুনানি হয়ে গিয়েছে। আদালত তাকে অভিযুক্ত বলে ঘোষণা করেছে। আজ তার কি সাজা হয় তা জানা যাবে দেশের শীর্ষ আদালত থেকে।